চ্যাঙরাবান্দা সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীরা পরস্পরে মিষ্টি মুখ করালেন

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চ্যাঙরাবান্দা ২৬শে জানুয়ারি ২০১৮: ভারত ও বাঙ্গলাদেশের বি.এস.এফ এবং বি.জি.বি কমান্ডাররা উভয়ই মিষ্টি মুখ করালেন, আজ কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিন বিঘা করিডর এবং চ্যাঙরাবান্দা আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকায় উভয় দেশের জওয়ানরা মিলিত হন, বি.এস.এফ এর পক্ষ থেকে মিষ্টি মুখ করা হয়৷ অন্যদিকে, রাত-দিন প্রহরী বি.এস.এফ কে মিষ্টি মুখ করলেন সীমান্তবাসিরা৷ প্রজাতন্ত্র দিবসে ভারত – বাঙ্গলাদেশ সীমান্তরক্ষীদের  মিষ্টি মুখ করালেন কোচবিহার জেলার ভারত – বাঙ্গলাদেশ সীমান্ত এলাকার গ্রামের মানুষ৷ আজ জেলার মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন কয়েকটি বি.এস.এফ ক্যাম্প এবং টহলদাড়ি বি.এস.এফ দের মিষ্টি মুখ করান স্থানীয় বাসিন্দারা৷ জানা যায় মেখলিগঞ্জ সংলগ্ন সীমান্ত এলকায় এখনও অনেক জায়গা খোলা থাকায় বি.এস.এফ কে অতিরিক্ত টহল দিতে হয়, একের পর এক পাচারকারীদের ধরতে সক্ষম এখানকার বি.এস.এফ ব্যাটালিয়ন কে৷ সাধারণ মানুষ আজকের এই মহৎ দিনে বি.এস.এফ কে মিষ্টি মুখ করান৷ এক বি.এস.এফ আধিকারিক জানান – আজকের এই দিনে আমরা অতি সতর্ক হিসবে ডিউটি করি, এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বদা প্রস্তত থাকি, আজকের মিষ্টি মুখে খুবেই খুশি৷ বি.জি.বি র এক কমান্ড্যান্ট জানান আজকের দিনে এক শান্তির দিন, ভারতের প্রজাতন্ত্র দিবসে তারা খুবই খুশি৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!