সারাদিন ব্যাপি করিমের গর্ত ভরাটের কর্মসূচিতে ইসলামপুর বাইপাসে চাঞ্চল্য
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৪শে জানুয়ারি ২০১৮: করিমের প্রতিরোধের ধাঁরে ঠিকাদারি সংস্থার জেনেরেল ম্যানেজারের হুমকির পরেও ইসলামপুর বাইপাসের কাজে গতি আঙ্গে ব্যর্থ প্রশাসন। ডিমরুল্লায় প্রতিরোধের জেরে সিপিএমের এরিয়া কমিটির সদস্য সামি খান সহ পাঁচজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। এদিকে অধিগৃহীত জমিতে দিনভর নিয়মরক্ষার কাজ করে প্রশাসন। অন্যদিকে ইসলামপুর বাইপাসে জমির ন্যায্য মুল্যের দাবীতে কৃষকদের বাধার মুখে পরে প্রশাসন। অন্যদিকে ইসলামপুরের ডিমরুল্লা এলাকায় পিলার পুঁততে গেলে কৃষকদের বাধার মুখে পরে প্রশাসন। প্রতিবাদ জানাতে গেলে সিপিএমের এরিয়া কমিটির সদস্য তথা প্রয়াত প্রাক্তন সিপিএম বিধায়ক ফারুক আজমের ছেলে সামি খান সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ইসলামপুর বাইপাসের সমস্ত এলাকা ঘুরে ডিমরুল্লা এলাকায় কৃষকদের প্রতিরোধ দেখে ক্রুদ্ধ ঠিকাদারি সংস্থা অশোকা বিলকন লিমিটেডের জেনারেল ম্যানেজার শ্রী অপূর্ব কুমার চট্টোপাধ্যায় শিয়ালতোড়ে হাজির হয়ে জাতীয় সড়ক কতৃপক্ষের আধিকারিদের রীতিমত হুমকি দিয়ে জেনারেল ম্যানেজার বলেন তার কাজ চাই গল্প শুনে কোনও লাভ নেই। পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলে জেরারেল ম্যানেজার। এরপর শিয়ালতোড়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামপুরের প্রাক্তন বিধায়ক তথা গ্রন্থাগারমন্ত্রী আব্দুল করিম চৌধুরী প্রশাসনের করা ড্রেন বন্ধ করতে গেলে বাধা দেয় প্রশাসন। করিম সাহেবের বক্তব্য অনুযায়ী এই সরকার হল অত্যাচারি সিপিএমের জেরক্স কপি। তিনি আরও বলেন যে এই কর্মসূচি আগামীতেও চলবে। ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিজয় মুকতান বলেন “আজকে আমরা শিয়ালতোড় এলাকায় মাটি ভরাটের কাজ করছি, আব্দুল করিম চৌধুরী গর্ত ভরাট করে প্রশাসনের কাজে বাধা দিয়েছেন সে বিষয়ে পুলিশ যা ব্যাবস্থা নেবার নেবে। এছারা ডিমরুল্লা এলাকায় পিলার পতার সময় কিছু বিখব হয়েছিল তবে সেখানেও কাজ হয়েছে”। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী প্রদীপ কুমার যাদব বলেন “ইসলামপুর বাইপাসে ডিমরুল্লা এলাকায় সরকারি কাজে বাধা দেওয়ার কারনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে”।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)