কুচবিহারের ঢাংঢিংগুড়িতে সরস্বতী পুজোর সময়ে স্কুলে ঢুকল বিষধর সাপ
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২২শে জানুয়ারি ২০১৮: কোচবিহার শহর থেকে ১০ কিমি দুরে ঢাংঢিংগুড়ি নিম্ন বুনায়াদি বিদ্যালয়ে সরস্বতী পুজো চলাকালিন বিদ্যালয়ে ঢুকে পরলো বিষধর কোবরা। সোমবার সকাল ১০টা নাগাদ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। ঘটনার খবর পেয়ে ঢাংঢিংগুড়ি নিম্ন বুনায়াদি বিদ্যালয়ে ছুটে যান, সর্প বিশেষজ্ঞ অর্ধেন্দু বনিক। সাপটিকে উদ্ধার করে তিনি জানান “এটি একটি বিষধর কোবরা, যার দৈর্ঘ্ সাড়ে ৮ ফিট, পূর্নবয়স্ক”। পরে স্কুল থেকে আড়াই কিমি জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয়।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments