হাওরায় সরস্বতী পূজার রাতে মূর্তি সহ মণ্ডপ পোড়াল স্থানীয় দুষ্কৃতীরা
টী.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই হাওড়া ২২শে জানুয়ারি ২০১৮: হাওড়ার দাসনগরের বালতিখুরি এলাকায় সরস্বতী পূজা মণ্ডপ পোড়ালো কিছু স্থানীয় দুষ্কৃতী। ঘটনাটি ঘটে গতকাল যখন স্থানীয় গ্রিন স্টার ক্লাবের সদস্যরা রাত ২টার সময় সরস্বতী পূজার মণ্ডপ তৈরি করে রাত দুটার সময়ে কিছুক্ষণের জন্যে তাদের বাড়ি যান খেয়ে আসার জন্যে। কিন্তু হঠাৎ করে সকলে বাইরে আগুন আগুন বলে চেঁচামেচি শুনতে পান। তৎক্ষণাৎ ক্লাবের উদ্যোক্তারা বেড়িয়ে আসেন এবং দেখেন যে মণ্ডপ দাউ দাউ করে জ্বলছে। তারা দৌরে বালতি বালতি জল নিয়ে এসে আগুনে দিতে থাকে। দমকলকেও খবর দেওয়া হয়।
তবে যতক্ষণে আগুন নেভানো হয় ততক্ষণে মণ্ডপ পুড়ে শেষ হয়ে যায়। সূত্রের খবর যে পরে পুলিশকেও ব্যাপারটা জানানো হয়। যদিও আশ্চর্যজনক ভাবে সকালে গ্রিনস্টার ক্লাবের উদ্যোক্তারা সংবাদ মাধ্যমকে আগবাড়িয়ে জানিয়ে দেয় যে এটা স্থানীয় দুষ্কৃতিদের কাজ অন্য কিছু নয়। কারন এই দুষ্কৃতিদের তান্ডব এলাকায় বেড়েছে। যদিও বিষয়টা ইতি মধ্যেই রাষ্ট্রীয় স্তরে পৌঁছে গেছে। উল্লেখ্য গত বছরেও সরস্বতী পূজা কে কেন্দ্র করে হাওরায় ব্যাপক গণ্ডগোল হয়েছিল।