জলপাইগুড়িতে রাজ্য নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা আব্দুল মান্নান
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৬ই জানুয়ারি ২০১৮: রাজ্য নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক মন্তব্য, রাজ্য বিরোধী দলনেতা আব্দুল মান্নানের। জলপাইগুড়িতে এক সাংবাদিক সন্মেলনে বসে সাংবাদিকদের সামনে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ঢোরা সাপ, পাপেট বলে কটাক্ষ করলেন রাজ্যে নির্বাচন কমিশনারকে। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ বিভিন্ন কংগ্রেস নেতারা। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং ভালো অফিসার হলেও এই চেয়ারে বসতেই কাঠের পুতুল হয়ে রয়েছে। রাজ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচন গুলোতে নির্বাচন কমিশনের ভুমিকা ভালো নয়।তারা শাসক দলের হয়ে কাজ করেছেন বলে এদিন আব্দুল বাবু অভিযোগ করেন। এছাড়াও আগামি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মুল লড়াই হবে তৃনমূল ও বিজেপির বিরুদ্ধে বলে তিনি দাবি করেন।তিনি বলেন যেখানে বিজেপি থাকবে সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই এবং যেখানে তৃনমূল থাকবে সেখানে তৃনমূল এর বিরুদ্ধে লড়াই করা হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব। রাজ্যে যা পরিস্থিতি শাসক দল সব দলের কর্মিদের পদাধিকারিদের ভয় দেখাচ্ছেন তাদের দলে টানার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের জন্য উত্তরকন্যা হলেও উত্তরবঙ্গের উন্নয়ন বলে কিছুই হচ্ছে না বলে বর্ষীয়ান এই নেতা দাবি রাখেন। পাশাপাশি এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য কত বরাদ্দ বা কত খরচ হচ্ছে কোন হিসেব আমরা পাচ্ছি না। বিধানসভাতে সমস্যা নিয়ে কোন আলোচনা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)