পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর উদ্যান ও কানন দ্বারা ফালাকাটায় অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বর্ষ পুষ্প প্রদর্শনী
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৪ই জানুয়ারি ২০১৮: পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর উদ্যান ও কানন (উত্তর) বিভাগ আয়োজিত প্রতিযোগিতামূলক ষষ্ঠ বর্ষ পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হল ফালাকাটা পার্কে। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, আলিপুরদুয়ার জেলা পরিষদের নারী শিশু সমাজ কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ শ্রাবণী দাস, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, উদ্যান ও কানন (উত্তর) বিভাগ শিলিগুড়ি বিভাগীয় বনাধিকারিক শ্রী কৌশিক চৌধুরী ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন বনাধিকারিক গণ। উদ্যান ও কানন (উত্তর) বিভাগ শিলিগুড়ি বিভাগীয় বনাধিকারিক শ্রী কৌশিক চৌধুরী বলেন, এখনে ২০৭ প্রকারের বিভিন্ন গাছ এসেছে প্রতিযোগিতার জন্য। ৬ টি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। এছাড়াও এলাকার খুদে শিল্পীরা নাচ গান প্রভৃতি পরিবেশন করেন। ফালাকাটা পার্কে একটি স্থায়ী মুক্ত মঞ্চের উদ্বোধন করেন এলাকার বিধায়ক শ্রী অনিল অধিকারী মহাশয়। এই মুক্ত মঞ্চটি এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন বিদ্যালয় প্রত্যেকে ব্যবহার করতে পারবে বিধায়কের অনুমতি সাপেক্ষে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)