পৌষ পার্বণ সীমান্তের এপার ওপার দুই বাংলার ঘরে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৪ই জানুয়ারি ২০১৮: বারো মাসে তেরো পার্বণ, বাংলার ঘরে ঘরে আজ পৌষ সংক্রান্তির আলোতে পৌষ পার্বণ৷ দুই বাংলা তথা পশ্চিমবঙ্গ ও বাঙ্গলাদেশে আজ মহা সমারহে পালিত হচ্ছে পৌষ পার্বণের পিঠে৷ গ্রাম সহ প্রত্যন্ত গ্রামে এমন কি শহর এলাকায় আজ চলছে বিভিন্ন পিঠে তৈরির কাজ থেকে৷
একই সাথে পৌষ পার্বণ নিয়ে চলছে সংস্কৃতিক প্রোগ্রাম৷ আজ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে পৌষ পার্বণ অনুষ্টান৷ তেমনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে আজ অনুষ্ঠিত হলো এক সংস্কৃতিক অনুষ্টান৷ উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বি ডি ও বিরূপক্ষ মিত্র ,তৃণমূল কংগ্রেস এর যুগ্ম কনভেনর উদয় রায় ও লক্ষীকান্ত সরকার এবং আরও অনেকে৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments