ইসলামপুর নেতাজী সুভাষ মঞ্চে আয়োজিত হল শিশুদের নৃত্যানুষ্ঠান
সুশান্ত নন্দী (টী.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৪ই জানুয়ারি ২০১৮: তাল, লয় ও ছন্দকে আঁকড়ে ধরে একদম খুদে শিশুরা যারা এখনও আদো আদো কথা বলে। ওরা রীতিমতো নৃত্য মুদ্রায় মাতিয়ে দিলো সবাইকে। দীর্ঘ অনুশীলনের পর ওই খুদে শিল্পীদের নিয়ে প্রত্যাশা যেন ছাপিয়ে গেল সবার। শনিবার রাতে ইসলামপুর নেতাজী সুভাষ মঞ্চে নুপুর নৃত্য শিক্ষা কেন্দ্রের এই নৃত্য ভাবনা যেন মন্দ্রিত হল সব হৃদয়ে। একের পর এক নতুন ভাবনার নৃত্যের অনুষ্ঠান নতুন বছরের শুরুতে যেন এক অনন্য প্রাপ্তি হয়ে দাঁড়ালো সবার কাছে। বিশেষ করে প্রথমেই উদ্বোধনী নৃত্য যেন এক বাড়তি চমক।
এক নৃত্য থেকে আরেক নৃত্যে চলে যাবার আগে মঞ্চেই আশ্চর্যজনক ভাবে সকলের পাল্টে গেল পোশাক।তার জন্য আর গ্রীন রুমে যাবার প্রয়োজন হলো না। এমনটা বুঝি এই শহরে দর্শকদের প্রথম পাওনা। সেখানেই বুঝি আর পাঁচটা অনুষ্ঠানের থেকে রীতিমতো ব্যতিক্রমী হয়ে দাঁড়ালো এই প্রয়াস। তবে নুপুরের শিল্পীদের দ্বারা পরিবেশিত পাশ্চাত্য ও বিহু নৃত্যের আঙ্গিক যেন মিলে মিশে একাকার হয়ে গেল এক নৃত্য মুদ্রায়। দর্শকদের আবেগ মথিত হলো তাদের হাতে হাতে অজস্র শব্দ কথায়। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্য নাট্য মালঞ্চ মালা। শ্রী দেবাশীষ মজুমদারের পরিকল্পনা ও পরিচালনায় এবং পামেলা গুপ্তর নির্দেশনায় এই নৃত্য নাট্য যেন এক অসাধারণ উপস্থাপনা। যা মনে থাকবে দীর্ঘদিন দর্শকদের। এই পর্বে হেমন্ত সন্ধ্যা যেন আরও বর্ণিল হয়ে উঠলো। সংস্থার পোশাক চয়নে বাহবা দিতেই হয়। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রী বিক্রম দাস।
ছবিঃ সুশান্ত নন্দী (টী.এন.আই)