প্রবল শীতে হৃদরোগে আক্রান্ত মহিলার মৃত্যু জলপাইগুড়িতে
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১০ই জানুয়ারি ২০১৮: প্রবল শীতে এবং জ্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার। মৃতের নাম ভারতী রায় (৫০)। তিনি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডেঙুয়াঝাড়ের কাছে গুয়াবাড়ির বাসিন্দা।মঙ্গলবার রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান। মঙ্গলবার সকাল নাগাদ জ্বর, বুকে ব্যাথা নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয় ভারতী রায়। কিন্তু স্যালাইন, ইনজেকশন দিলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তার মৃত্যু হয়। পাতকাটা গ্রাম পঞ্চায়েত সদস্য নন্দন রায় জানান, জ্বর এবং ঠান্ডায় অসুস্থ হয়েই ভারতীদেবীকে ভরতি করা হয়। তারপরেই মৃত্যু হয়। বুকে ব্যাথাও ছিল। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ভারতী রায়।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)