উত্তর পশ্চিম হাওয়ার জোর প্রভাবে কড়া শীতের স্থায়ীত্ব উত্তরবঙ্গে
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৮ই জানুয়ারি ২০১৮: উত্তর পশ্চিম হাওয়ার জোর প্রভাব রয়েছে এবং তা দক্ষিন বঙ্গ এবং উত্তরবঙ্গের উপর দিয়ে যথেষ্টভাবে চলছে। যার ফলে ঠান্ডা বেশি অনুভুত হচ্ছে। আগামী বেশ কয়েকদিন এই শীতলতা বজায় থাকতে পারে বলে পুর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার সকাল থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা ছিল অনেকটাই নীচের দিকে। যার মধ্যে আবহাওয়া দফতর সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার জলপাইগুড়ি জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৬° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭° কম এবং দিনের সর্বনিম্ম তাপমাত্রা ছিল ৩.৮° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রী কম। পাশাপাশি গত কয়েকদিন থেকে ঠান্ডার অনুভুতি চলছে তা আগামী আরো কয়েকদিন চলবে বলে জানান হয়েছে আবহাওয়া দফতর সুত্রে। এদিন হাওয়া দফতরের এক আধিকারিক বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। তবে কলকাতার তাপমাত্রা ১১-১২° আশেপাশে থাকার সম্ভাবনা থাকলেও জেলা গুলিতে তাপমাত্রা আরো ৩° কম থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘন কুয়াশা খানিকটা কম থাকলেও ঠান্ডার প্রকোপ কিন্তু জাকিয়ে পড়েছে তা নিসন্দেহে বলাই যায়। জেলা জুড়ে গত দু-তিন থেকে সকালের দিকে এবং সন্ধ্যার পর শীতের প্রকোপ থেকে নিজেদের দূরে রাখতে রাস্তা, বাজারঘাট জনশুন্য লক্ষ্য করা যাচ্ছে। ফুটপাতে রাত কাটানো বা নিতান্ত কর্মতাগিদে বাইরে বেরোনো বহু মানুষকেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত প্রশমিত করতে দেখা গিয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)