মুখ্যমন্ত্রীর সফরের আগেই বন্ধ মালবাজার ও নাগরাকাটার দুই চা বাগান
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ও নাগরাকাটা ৮ই জানুয়ারি ২০১৮: মুখ্যমন্ত্রীর সফরের আগেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দুই চাবাগান। দুটি বাগানেই সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে চলে গেল বাগান কর্তৃপক্ষ। ঘটনা দুটি ডুয়ার্সের মালবাজার ব্লকের সাইলি চা বাগান এবং নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে। এই নোটিশের জেরে দুটি চা বাগানে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ২৫০০ শ্রমিক। রবিবার রাতেই সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে চলে যায় সাইলি বাগান কর্তৃপক্ষ সেখানে কারনে দেখিয়েছে সাইলি চা বাগানে শ্রমিকদের মধ্যে কর্মসংস্কৃতির অভাব রয়েছে। এই নোটিশের বিষয় প্রকাশ্যে আসতেই অনিশ্চয়তার মুখে পড়েন ১৫০০ শ্রমিক। অন্যদিকে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে শ্রমিক অসন্তোষ কে দায়ী করে বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ এই সময়টাতেই এই চা বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যায়।২০১৫ সালের ২০ ডিসেম্বর মালবাজার মহকুমার সাইলি চাবাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ লাগিয়ে বাগান ছেড়ে চলে যায় বাগান কর্তৃপক্ষ।ফের আবার বাগান বন্ধ করে দিল বাগান কর্তৃপক্ষ। ২০১৫ সালে বেশ কিছু দিন ধরে পাওনাগন্ডা নিয়ে ঝামেলা হচ্ছিল শ্রমিকদের সঙ্গে। তবে রবিবারের ঘটনার পর দিনই সোমবার দুপুরে উওরবঙ্গে এসে পৌছেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরে মুখে এই ধরনের ঘটনায় শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আশায় বুক বেধেছেন।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)