ইসলামপুর বাইপাসের কাজে বাধা, তুমুল হট্টগোল – ৩ জন আটক
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইস্লাম্পুর ৫ই জানুয়ারি ২০১৮: আজ ফের ইসলামপুর বাইপাস প্রকল্পে জমিদাতাদের বাধার মুখে পড়ল প্রশাসন। পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে কৃষকদের ওপর লাঠি চার্জের অভিযোগ। পুলিশ এদিকে লাঠিচার্জের অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছে তবে তিনজন কৃষককে আটক করছে। এলাকা এখন থমথমে বলে খবর। ঘটনাস্থল হল ইসলামপুরের পাশে সোনাখেদা এলাকা। আটক তিন জন হল সাব্বির আলম, মহঃ সাকিব এবং কৃষিজমি রক্ষা কমিটির সম্পাদক শ্রী শঙ্কর ভাওয়াল। তবে এদিন কৃষকদের সুর ছিল কিছুটা নরম। তাদের দাবী ন্যেজ্য পাওনা দিলেই কাজ শুরু করা যাবে। তারা কেউ উন্নয়নের বিপক্ষে নয়। অন্যদিকে ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী থেন্ডুপ শেরপা বলেন ‘লাঠি চার্জ হয়নি। তবে জমিদাতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছিল মাত্র। কাজে বাধা দেওয়ায় ৩ জন কে আটক করা হয়েছে’।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)