আজ ফালাকাটায় প্রতিবন্ধী সনাক্ত করণ শিবির আয়োজন করা হল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৫ই জানুয়ারি ২০১৮: ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তর ও আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও ফালাকাটা ব্লক প্রশাসনের সহোযোগিতায় ফালাকাটা টাউন ক্লাব ময়দানে আয়োজন করা হল প্রতিবন্ধী সনাক্ত করণ শিবির। এই শিবিরে ফালাকাটা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ১৭৭ জনের পরীক্ষার পর ১২৮ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। শুক্রবার ফালাকাটা ব্লকের ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পড়াঙেরপাড় গ্রাম পঞ্চায়েত ও গোয়াবনগর গ্রাম পঞ্চায়েত, এই চারটি গ্রাম পঞ্চায়েতের জনগণ অংশগ্রহণ করেছিলেন। এবিষয়ে ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মিজানুল ইসলাম বলেন ‘আজ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের সনাক্তকরণ শিবির এখনে করা হলো। পর্যায়ক্রমে ব্লকের সকল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রতিবন্ধী সনাক্ত করণ শিবির ও সার্টিফিকেট দেওয়া হবে। আমদের আশা দিদিরা তাদের নিজনিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাম নথি ভুক্ত করে ছিল এর পর আজ এখনে ডাক্তর বাবুদের পরীক্ষার পর সার্টিফিকেট তুলে দেওয়া হলো’।