মেখলীগঞ্জে গ্রাহক সেবায় দুর্নীতি এবার উত্তরবঙ্গ খেত্রীয় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ ৪ঠা জানুয়ারি ২০১৮: ফের ব্যাংক গ্রাহকরা প্রতারনার অভিযোগ আনলো উত্তরবঙ্গ খেত্রীয় গ্রামীণ বাংক এঁর বিরুদ্ধে। কোচবিহার জেলার কুচলিবাড়ির উত্তরবঙ্গ খেত্রীয় গ্রামীণ ব্যাংকের ঘটনা। প্রতারিত গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন সময় টাকা তুলতে এসে ব্যাংক কর্মী কমল রায় আঙ্গুলের ছাপ নিয়ে জানায় লিংক নেই, টাকা দেয়নি, পরবর্তীতে আমরা ব্যাংকে টাকা নিতে আসলে জানতে পারি আমাদের টাকা তোলা হয়ে গেছে। ধীরে ধীরে এই কথা ছড়িয়ে পড়লে ব্যাংকে যারা টাকা রেখেছিল তারা সকলে এসে চেক করে। তার মধ্যে ১০-১২ জনের একাউন্ট থেকে দেখা গেল ৩০-৪০ হাজার টাকা উধাও। এরপর গ্রাহকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখায়, ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। খবর পেয়ে কুচলিবাড়ী থানার ওসি শ্রী অভিষেক লামা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্র্নে আনে। গ্রাহকরা লিখিত অভিযোগ জানায় ব্যাংক ম্যানেজারের কাছে।ব্যাংক ম্যানেজার আশ্বাস দেন টাকা ফিরিয়ে দেবেন৷ তিনি জানান দোষী কর্মী তাদের ব্যাংকের সঙ্গে সরাসরি যুক্ত না, এরা বিসনেস পার্টনার হিসাবে কাজ করে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।অবশ্যই দোষীদের শাস্তি হবে।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)