ইসলামপুর এস.ডি.এস.এ’র ক্রিকেট লীগের সেমিফাইনালে নব যুবক ও আইডিয়াল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৩রা জানুয়ারি ২০১৮: ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লীগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্টের বুধবার স্থানীয় কোর্ট ময়দানে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নব যুবক সংঘ বনাম প্রতাপ মেমোরিয়াল ক্লাব এবং আইডিয়াল স্পোর্টিং ক্লাব বনাম মিলনপল্লী ইলেভেন স্টার। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে প্রতাপ মেমোরিয়াল ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৩ উকেট হারিয়ে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয় নব যুবক সংঘ। ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে মিলনপল্লী ইলেভেন স্টার। জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয় ছিনিয়ে নেয় আইডিয়াল স্পোর্টিং ক্লাব। ৮ উকেটে জয়ী হয় আইডিয়াল স্পোর্টিং ক্লাব। আগামী ৫ই জানুয়ারি দুটি সেমি ফাইনালে মাঠে নামবে নব যুবক সংঘ বনাম নেতাজী সংঘ এবং জাগরণী সংঘ বনাম আইডিয়াল স্পোর্টিং ক্লাব।