চ্যাঙরাবান্দার আন্তজার্তীক চেক-পোস্ট কর্মীর অভাবে বিপাকে দেশি-বিদেশি পর্যটকরা
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ১৮ই ডিসেম্বর ২০১৭: আন্তজার্তীক চেক পোস্ট তথা আন্তজার্তীক পরিব্রাজন কেন্দ্রে প্রশাসনিক কর্মীর অভাবে বিপাকে পড়েছে চার দেশের পর্যটক সহ পরিব্রাজনকারীরা৷ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাঙরাবান্দা আন্তজার্তীক পরিব্রাজন কেন্দ্র দীর্ঘদিন থেকে সরকারি কর্মীর অভাবে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত কাজ সহ বৈধ ও অবৈধ পরিব্রাজনের আইনানুগ কাজ করতে সমস্যায় পড়ছেন চার দেশের পরিব্রাজকরা৷ জানা যায় দৈনিক ভুটান, নেপাল, বাঙ্গলাদেশ ও ভারত থেকে বহু মানুষ চাঙ্গারাবান্ধা চেক পোস্ট দিয়ে প্রয়োজনীয় কাগজ দেখিয়ে যাতায়াত করেন৷
অধিকাংশ দিন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এমনকি দিনের অর্ধেক সময় পেড়িয়ে যায়৷ দার্জিলিং থেকে বাঙ্গলাদেশে যাবেন এমন কয়েক জন পরিব্রাজক টি.এন.আই কে জানান দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে যেতে হচ্ছে৷ উল্লেখ্য যে, আন্তজর্তীক এই কেন্দ্রে মাত্র একজন এ.এস.আই এবং একজন কনস্টেবল এখানে কাজ করেন৷ তবে আরও বেশ কয়েক জন আধিকারিক থাকলেও কাজে সমস্যা লেগেই থাকছে, ফলে ভোগান্তির শিকার হচ্ছে বহু পর্যটক৷ জানা যায় জনৈক মিমি সিংহ নামে এক এ.এস.আই গোটা দায়িত্ব সামলাই৷ ওই এলাকারই বেশ কয়েক জন বাসিন্দা টি.এন.আই কে জানান, বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ সময় কোন আধিকারীকই অফিসে থাকেন না৷ ফলে বহু পরিব্রাজক সমস্যায় পড়ছে৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)