শৌচাগার না থাকায় সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ১৭ই ডিসেম্বর ২০১৭: কোচবিহার নির্মল জেলা বলে ঘোষনা হলেও আজও প্রত্যন্ত গ্রামে নেই শৌচাগার, শৌচাগারের ৯০০ টাকা দিয়েও মেলেনি সরকারি শৌচাগার৷ কোচবিহার জেলার এমন অনেক গ্রাম আজও বঞ্চিত আছে৷ মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিনে অনেক এলাকায় প্রায় ৮০টি পরিবারে এখনও শৌচাগার নেই, যার ফলে সমস্যায় পড়েছে গ্্রেছবাসিরা৷ সরকারি সমস্থ প্রকার সুবিধা থেকে তারা আজও বঞ্চিত৷  ভোটবাড়ির লোথামারি গ্রামের ফিরোজা বেগম আমাদের জানান – শৌচাগার না থাকায় তাকে সব প্রকার সুবিধা থেকে বঞ্চিত করা হয়, জবকার্ড বাতিল করা হয়েছে, বৃদ্ধাভাতা বন্ধ্ করে দেওয়া হয়েছে৷ আট বছর আগে তার স্বামী মারা যায়। কোন ক্রমে দিন চলছে তার, এমন অবস্থায় সে কি করবে ভেবে পাচ্ছে না৷ অন্যদিকে, ঐ বিষয়ে বি.ডি.ও অফিস থেকে জানানো হয় – শৌচাগার না থাকলে কোন প্রকার সুবিধা দেয়া হবে না৷ ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এর তরফে ওই বৃদ্ধার সমস্ত সুবিধা বন্ধ্ করে দেওয়া হয়েছে বলে জানা যায়৷ অন্যদিকে, অনুরূপ অবস্থা প্রায় সব গ্রাম পঞ্চায়েতেই দেখা যাচ্ছে, যা নিয়ে অনেক গরীব মানুষ সমস্যায় পড়েছে৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!