মেখলীগঞ্জ পৌরসভার বিরুদ্ধে অভিযোগ ঘরে-বাইরে ও স্থানীয়দের মধ্যে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ১৭ই ডিসেম্বর ২০১৭: উন্নয়নের গতি স্থব্দ হয়ে গেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ পৌরসভায়, দীর্ঘ বাম জামানার অবসান ঘটলেও ক্ষমতা লাভের পর বর্তমান সরকারের তরফে পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পৌরমাতা শ্রীমতী মিঠু সিংহ সরকার এর ওপর একাধিক বিষয়ে অভিযোগ জমা পড়েছে৷ জানা যায় – পৌরসভার বিভিন্ন শূন্যপদের নিয়োগএর ক্ষেত্রে গরমিল থাকায় তৃণমূল কংগ্রেসের কিছু নেতা অভিযোগ দায়ের করে পৌরমাতার কাছে৷ শুধূ শূন্যপদ পূরন নয়, একাধিক বিষয়ে উন্নয়ন থমকে গেছে বলে অভিযোগ করেন তৃণমূলেরই কর্মীরা৷ নাম প্রকাশে অনিচছুক এক তৃণমূল নেতা জানান – পৌরসভার অনেক কাজ থাকে যেখানে গরমিল দেখা যাচ্ছে, আমরা অবশ্যই ঐ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষের কাছে লিখিত ভাবে জানাব৷ অন্যদিকে, পৌরসভার বিরোধী দল শিবির থেকে তোপ দাগলেন – বি.জে.পি মেখলিগঞ্জ যুবমোর্চা নেতা ও পৌর সভাপতি শ্রী অমর বর্মণ। এছারাও শহরমন্ডল সভাপতি শ্রী রাজিব সিংহ এবং বি জে পি যুব মোর্চা গ্রামীণ সভাপতি শ্রী শ্যামল বর্মণ প্রমূখরা সংবাদ মাধ্যমকে জানান “আমরা অবিলম্বে পৌরসভার বিভিন্ন কাজের বিষয়ে ডেপুটেশন দেব, দীর্ঘ দিন যাবত রাস্তাঘাট সহ পানীয় জল, বিদ্যুত্ সংযোগ, এমনকি পৌরসভার বহু বাড়িতে এখনো শৌচাগার নির্মাণ হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে বৃহত্তর আন্দোলন এ নামব আমরা”৷ অন্যদিকে, উন্নয়নের স্লথ গতির বিষয় এড়িয়ে গিয়ে পৌর মাতা শ্রীমতী মিঠু সিংহ সরকার তেমন কিছু না জানালেও পৌরসভার এক অধিকারীক সংবাদ মাধ্যমকে জানান যে বাম জামান যতটা করতে পারেনি এর থেকে বহুগুণ কাজের উন্নয়ন হয়েছে এই সময়ে৷ ভাঙ্গাচোরা কাঁচা রাস্তা পাকা হয়েছে, পানীয় জল সরবরাহ সহ একাধিক কাজে এখন মেখলিগঞ্জ এগিয়ে যাচ্ছে৷ তবে, স্থানীয় বাসিন্দা ও পৌর বাসিন্দাদের মধ্যে সরেন বর্মণ, মানিক বর্মণ, সহ অনেকেই অভিযোগ করেন – যেমন ছিল বাম সরকার এর আমলের মেখলিগঞ্জ তার কোন রুপ পরিবতন হয়নি, পরিবর্তন সহ উন্নয়ন এর কোন প্রতিচ্ছবির ও দেখা নেই৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)