ফালাকাটায় গৃহস্থের ঘরে হটাৎ করে বাঘমামা চিতা হাজির
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১৪ই ডিসেম্বর ২০১৭: ফালাকাটায় গৃহস্থের ঘরে আশ্রয় নিয়েছে চিতাবাঘ। ঘটনাস্থলে বনকর্মীরা। এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফালাকাটা ব্লকের জটেস্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলকার নবনগরে মেঘদূত ক্লাব এলকার শঙ্কর মিত্রের বাড়ির শোবার ঘরে আশ্রয় নিয়েছে একটি চিতাবাঘ। বাঘের ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে পরিবার। শঙ্কর মিত্র বলেন, মামা-ভাগ্নে অর্থাৎ তিনি আর তার ভাগ্নে দুপুরে রান্না ঘরের বারান্দায় বসে ভাত খাচ্ছিল। সে সময় হঠাৎ বাড়ির উঠানে চলে আসে বাঘ। মামা ভাগ্নে দুজনেই বাঘ মামা কে দেখে ভাতের থালা ফেলে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর বাঘটি তাদের শোবার ঘরে ঢুকে পরে। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামবাসিরা এসে ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিয়ে বন দপ্তরে খবর দিলে মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা জাল খাঁচা ঘুমপাড়ানি বন্দুক নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় শেষে ঘরের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে ঘরের জানালা দিয়ে ঘুমপাড়ানি গুলি করে বাঘটিকে অজ্ঞান করে বনকর্মীরা জালের মধ্যে ভরে নিয়ে যায় জলদাপড়ায়। এরপর আসস্থ হয়ে নিজের ঘরে ফিরে আসে শঙ্কর মিত্রের পরিবার।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)