স্টেট ব্যাংকের আই.এফ.এস.সি কোড বদলাতে চলেছে

বাংলাডেস্ক, টী.এন.আই নিউ দিল্লী, ১১ই ডিসেম্বর ২০১৭: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাঁদের ১৩০০টি শাখার নাম ও আই.এফ.এস.সি কোড বদলাতে চলেছে। সব বড়ো বড়ো শহরে স্টেট ব্যাংকের শাখাগুলির নাম এবং আইএফএসসি কোড বদলানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের এই সবচেয়ে বড় ব্যাংক। এই প্রসঙ্গে এস.বি.আই এর ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এস.বি.আইয়ের ব্রাঞ্চের সঙ্গে মিলতে চলেছে পুরনো সহযোগী শাখাগুলি। স্টেট ব্যাংকের সঙ্গে যখন সেই শাখাগুলি এক হবে, তখন আইএফএসসি কোডও বদলে যাবে।” গ্রাহকদের অসুবিধার কথা সাংবাদিকরা তুলে ধরতেই শ্রী গুপ্তা বলেন “যদি কোনও গ্রাহকের পুরনো আইএফএসসি কোডের মাধ্যমে কোনও পেমেন্ট হয়ে থাকে, তবে নিজে থেকেই তা নতুন আইএফএসসি কোডে বদলে যাবে। যদিও আইএফএসসি কোড বদলানোর জন্য গ্রাহকদের কোনো অসুবিধা হবে না।” উল্লেখ্য স্টেট ব্যাংকের সমগ্র ভারতবর্ষে অন্তত ২৩০০০ শাখা রয়েছে। মূলত ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আই.এফ.এস.সি কোড ব্যাবহার হয়।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!