মেখলিগঞ্জে গৃহবধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ, ১১ই ডিসেম্বর ২০১৭: বৈবাহিক জীবনের অশান্তির ফলে স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠলো স্বামী ও শশুরবাড়ীর লোকেদের বিরুদ্ধে। ঘটনাস্থল মেখলীগঞ্জের প্রত্যন্ত গ্রাম চিলার ডাঙ্গায়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য শুরু হয় মেখলীগঞ্জ জুড়ে। মেয়ের পরিবারের অভিযোগ, জোর করে চায়ের সাথে বিষ মিশিয়ে মেয়ে কে খাইয়েছেন জামাই, যা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে যায় স্ত্রী। পাড়াপড়শিরা দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় স্ত্রিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জীবন দিতে হয় গৃহবধূ কে। পরেরদিন মেয়ের পরিবারের পক্ষ থেকে মেখলীগঞ্জ থানায় স্বামী ও শশুরবাড়ীর লোকজনের নামে লিখিত অভিযোগ করে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। অন্যদিকে, মৃত মহিলার স্বামীর বাড়ীর পক্ষ থেকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য প্রতিটি সংসারে একটু আধটু সমস্যা থাকে। সেই সমস্যার জন্য নিজে থেকে আত্মহত্যা করেছে। কেউ বিষ খাওয়ায় নি। মৃত গৃহবধূর নাম ছায়া রায় বসুনিয়া, অভিযুক্ত স্বামীর নাম রঞ্জিত রায় বসুনিয়া, তাঁদের দুই পুত্র সন্তান আছে। মেখলিগঞ্জ থানা সূত্রে জানা যায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)