সুদের হার অপরিবর্তিত রাখল আর.বি.আই, পড়ল সেনসেক্স
বাংলাডেস্ক, টী.এন.আই মুম্বাই, ১০ই ডিসেম্বর ২০১৭: রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার (রেপো রেট) অপরিবর্তিত রাখল। আর.বি.আই সূত্রের খবর ৬ শতাংশ হারেই তা অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি রিভার্স রেপো রেটও ৫.৭৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে। গত ৫ই ডিসেম্বর ২০১৭তে (মানিটারি পলিসি কমিটি চতুর্থ দ্বিমাসিক আর্থিক নীতি নিয়ে বৈঠকে বসে। কমিটির ছয় সদস্য আর.বি.আই এর গভর্নর উর্জিত আর প্যাটেলের নেতৃত্বে বৈঠকে বসেন। দু’দিনের বৈঠক শেষে কমিটি রেপো রেট অপরিপর্তিত রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। যুক্তি হিসেবে কমিটি জানায় জীবনযাপনের খরচ ও মুদ্রাস্ফীতির দিকে খেয়াল রেখে অপরিবর্তিত রাখা হয়েছে সুদের হার। তবে এর ফলে শেয়ার বাজার কারবারিরা হতাশ হন। এর প্রভাব পড়ে শেয়ার সূচকে। সেনসেক্স, নিফটি উভয়ক্ষেত্রেই নামতে শুরু করে সূচক এই ঘোষণার পরে।