দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে খুলল বালাসন ব্রিজের ওপর বেইলি সেতু
জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩রা ডিসেম্বর, ২০২১: আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হলো বালাসন নদীর বেইলি ব্রিজ। গত অক্টোবরের ২০ তারিখ প্রাকৃতিক দূর্যোগের কারনে বালাসন সেতুর তৃতীয় স্তম্ভটি ক্ষতিগ্রস্ত হয়, এরপর প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় সেতুর উপর দিয়ে যানবাহনের চলাচল। এতোদিন ধরে শিলিগুড়ি যাতায়াতকারীদের নৌকাঘাট-মেডিকেল মোড়ের পথ দিয়েই যাতায়াত করতে হচ্ছিলো।
তবে গত ২৮শে নভেম্বর সফল ভাবে বেইলি ব্রিজের ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর নির্মাতা সংস্থা গত ৩০শে নভেম্বর ব্রিজটি প্রশাসনের হাতে তুলে দেন। এরপর ১ তারিখ ব্রিজটি খুলে দেওয়ার কথা বলা হলেও সেটি সম্ভবপর হয়ে ওঠেনি, এরপর আজ আনুষ্ঠানিক ভাবে ব্রিজটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বর্তমানে বাইক, সিটি অটো, চার চাকার ছোটো গাড়ি সহ ৩২সিটের বাস গুলিকে ব্রিজের উপর চলাচলের জন্য অনুমতি দেওয়া হবে। কোনোরকম পন্যবাহী গাড়ি, ট্রাক, জেসিবি কে ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না। এছাড়াও কোনোরকম ই-রিক্সা (টোটো) কে এই পথে যেতে দেওয়া হবে না, এবং সেই সাথে যাত্রীবাহী গাড়িগুলোর মধ্যেও নির্ধারিত সংখ্যার বেশি সংখ্যক যাত্রী নিয়ে যাওয়া গাড়িগুলোকেও ব্রিজের উপর দিয়ে যেতে দেওয়া হবে না।
এদিন দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস পুনম বালম ফিতে কেটে বেইলি ব্রিজের উদ্ধোধন করেন। ব্রিজটি খুলে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে খুশির উচ্ছাস দেখা দিয়েছে।
ছবি: জিৎ সরকার (টি.এন.আই)