ফের চোরাই কাঠ বাজেয়াপ্ত করতে অভিযানে নামলো বনদপ্তর
নীলোৎপল সেন (টি.এন.আই বিন্নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বিন্নাগুড়ি, ৪ঠা ডিসেম্বর, ২০২১: শুক্রবার সকাল ৯টা নাগাদ নাথুয়া রেঞ্জ এবং মোরাঘাটের রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযান চালালো মোরাঘাট বাগান এবং হলদিবাড়ি বাগানের বিভিন্ন লাইনে। অভিযান চালিয়ে আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার করলো বনদপ্তর। যদিও বনকর্মীদের হাতে একজনও কাঠ চোর ধরা পড়েনি।জানা গেছে বনদপ্তরের অভিযানের কথা জানতে পেরে আগেই আগেই কাঠ চোরেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এর আগেও মোরাঘাট রেঞ্জের পক্ষ থেকে অনেকবার এইসব চা বাগানে অভিযান চালানো হয়েছে।অপরদিকে পরিবেশপ্রেমীরা বনদপ্তরের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে, পরিবেশ প্রেমীরা জানালেন বনদপ্তরের টহলদারি এবং নজরদারি বাড়লেও তারা কাঠ চোরদের রুখতে সফল হয়নি তা আজকের এই ঘটনাই প্রমান করে দিচ্ছে।
মোরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল জানান, হলদিবাড়ি এবং মোরাঘাট চা বাগানের শ্রমিক লাইনে অভিযান চালিয়ে প্রায় ১৫০ সি এফ টি চোরাই শালের লক এবং চেরাই করা কাঠ উদ্ধার করা হয়েছে। যেই সব কাঠের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। তিনি আরো জানান যে সব বাড়ি থেকে কাঠ পাওয়া গেছে সেই সব বাড়ির মালিকদের বিরুদ্ধে বন্য আইন অনুযায়ী করা ব্যাবস্থা নেওয়া হবে। তবে ঘটনায় এখনো প্রযন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বাড়ির মালিকেরা প্রত্যেকে খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তিনি জানান ভবিষ্যতে এই ধরণের অভিযান আরো চালানো হবে।
ছবি: নীলোৎপল সেন (টি.এন.আই)