ভিক্ষুক সেজে চুরি করতে এসেও শেষ রক্ষা হলো না চোরের
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭ই জুন, ২০২১: ভিক্ষুক সেজে চুরি করতে এসে ধরা পড়ল জনগণের হাতে। শুক্রবার সকালে ফালাকাটা সুভাষপল্লী এলাকায় একটি দোকানে এক যুবক তার বাবা মারা গেছে বলে সে সেরকম সাজপোশাকে এসে ভিক্ষা করার উদ্দেশ্যে টাকা চায় এরপর সেই দোকানদার টাকা দিতে গেলে একটু অন্যমনস্ক হলে টেবিলের উপর থেকে তার মোবাইলটি চুরি করে নেয় বলে অভিযোগ। দোকানদার এবং আশেপাশের লোকজন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে সম্পূর্ণ বিষয়টি স্বীকার করে এবং সেই এইধরনের ভুল আর কোনদিন করবে না বলেও সে ওখানে শিকার করে। জনগণ তাকে পুলিশের হাতে তুলে দেবার কথা বললে সে সকলের পায়ে ধরে ক্ষমা চায় এবং এইবারের মতো মাফ করে দিবে বলে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments