বর্ষা শুরুর আগেই প্রশাসনিক পরিদর্শন হল বানারহাটের ত্রাস, হাতিনালার
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৩ই জুন, ২০২১: আক্ষরিক অর্থে আবহাওয়া দপ্তেরের অনুমান অনুযায়ী বর্ষার আগমন সম্ভবত ঘটে গেছে পশ্চিমবঙ্গে। এই অবস্থায় বানারহাটের ত্রাস বলে পরিচিত হাতিনালার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ণ, সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং অনগ্রসর কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বড়াইক। উল্লেখ্য, প্রতিবছরই হাতিনালার জলে বানারহাট, বিন্নাগুড়ি সহ বেশ কিছু এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। ভুটান পাহাড় থেকে বয়ে আসা জলে সারাবছর ধরে শুকনো থাকা হাতিনালার দুকুল ছাপিয়ে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরী করে। তবে বছর দুয়েক আগে সরকারী উদ্যোগে হাতিনালার পাড় বাঁধাই হওয়ায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সেই হাতিনালা বর্তমানে কি অবস্থায় রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখেতে দুই মন্ত্রী শনিবার বানারহাটে আসেন। এদিন নাগারকাটার একাধিক এলাকা পরিদর্শনের পর মন্ত্রী বানারহাটে আসেন বলে জানিয়েছেন তিনি। এদিন হাতিনালা পরিদর্শনের সময় দুই মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের বানারহাট ডিভিশনের এসডিও সুব্রত সুর, বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের বানারহাট ব্লক সভাপতি নয়ন দত্ত সহ অনেকে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)