করোনা আক্রান্তের সাহায্য করতে বানারহাট এগিয়ে এলো শিক্ষকেরা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৪ঠা জুন, ২০২১: বানারহাট ব্যবসায়ী সমিতির আবেদনে সাড়া দিয়ে করোনা আক্রান্তের সাহায্য করতে বানারহাট আদর্শ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য ১৮৯০২ টাকা প্রদান করল। বুধবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকাদের পক্ষ থেকে প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার সা এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অমরদীপ সারকী আর্থিক সাহায্যস্বরূপ চেক’টি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রোজি খান এর হাতে তুলে দেন।
এরই পাশাপাশি বানারহাটের শতবর্ষ প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘মুখার্জি ও চৌধুরী ব্রাদার্স’ এর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও কর্মীরা এদিন বানারহাট লায়ন্স ক্লাব ‘আহ্বান’কে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করল। করোনা আক্রান্ত ও দুস্থ পরিবারগুলিকে খাদ্যসামগ্রী প্রদান ও অন্যান্য সহায়তা করার জন্য এই অর্থ আহ্বানের সদস্যা অনিমিতা চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)