‘সমব্যথী’র প্রতিষ্ঠা দিবসে কিডনির জটিল রোগে আক্রান্ত দুঃস্থ রোগীর পাশে দাঁড়াল সংস্থা
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই মে, ২০২১: শিলিগুড়ির ৩৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং বেসরকারি সংস্থার কর্মী শ্রী অঞ্জন বিশ্বাস কিডনির জটিল রোগে আক্রান্ত। এর জন্যে তার কিডনি প্রতিস্থাপন করতে বিরাট অঙ্কের টাকার প্রয়োজন। তার আয় খুবই সামান্য এবং লক ডাউনের জন্যে তাও অপ্রতুল হয়ে পড়েছে। তার স্ত্রীর আবেদনে সারা দিয়ে আজ শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহনের জন্য অঞ্জন বিশ্বাসের পরিবারের হাতে ৬,০০০/- টাকা দেওয়া হয়েছে। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ শ্রী শুভ রঞ্জন সাহা, শ্রী উপেন দাস ও সভাপতি শ্রী সঞ্জয় সাহা। উল্লেখযোগ্যভাবে আজই শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির ৫ম প্রতিষ্ঠা দিবস।
ছবি: সংবাদচিত্র
Facebook Comments