আজ থেকে ইস্কন শিলিগুড়ির উদ্যোগে করোনা আক্রান্ত রগীদের খাবার পৌঁছানো শুরু হল
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই মে, ২০২১: শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, ইস্কনের দ্বারা পরিচালিত মন্ডলির অন্যতম সদস্য এবং গুরুদেবের নির্দেশে শিলিগুড়ি ইস্কনের পক্ষ থেকে শহরের অভাবী ও অসহায় করোনা আক্রান্ত রোগীদের জন্যে পুষ্টিকর খাবার আজকে থেকে সরবরাহ শুরু করা হলো। এই উদ্যোগে আজকে মোট ৫০ টি পরিবারকে এই পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হলো। আজ এই সংবাদ টিএনআই কে জানালেন শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক শ্রী নাম কৃষ্ণ দাস। তিনি আরও বলেন – এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে আরও বেশি সংখ্যক পরিবারের হাতে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হবে। আজকের উদ্যোগে সামগ্রী জোগাড় করা, রান্না করা এবং পৌঁছে দেওয়া সম্পূর্ণ আয়োজন করেন ইস্কন শিলিগুড়ির ভক্তরা।
ছবি: সংবাদচিত্র
Facebook Comments