আদর্শ আচরণ বিধির শেষে কোভিড মোকাবিলায় নামল সাংসদ এবং বিধায়ক এক সাথে
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা মে, ২০২১: আদর্শ আচরণ বিধি সরে যাওয়ার পরে পরেই আজ মাটিগাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন দার্জিলিং এর সাংসদ শ্রী রাজু বিস্তা। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এইক খবর জানিয়েছেন সাংসদ শ্রী রাজু বিস্তা। সান্সদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি এবং মাটিগাড়া – নকশালবাড়ির নব নির্বাচিত বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ এবং শ্রী আনন্দময় বর্মণ। স্বাস্থ্য কেন্দ্র ঘুরে স্বাস্থ্য ব্যাবস্থা সরেজমিনে দেখলেন সাংসদ এবং বিধায়ক সকলেই। শ্রী বিস্তা আরও জানান যে করোনার দ্বিতীয় ঢেউ এর জন্যে সাংসদ তহবিল থেকে ৭টি আপাতকালিন অ্যাম্বুল্যান্স, জীবনদায়ী ওষুধের কিট, অক্সিজেনের সরঞ্জাম ইত্যাদির জন্যে তিনি অনুমোদন দিয়েছেন তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার জন্যে যেমন, কালিম্পং, কার্সিয়ং, শিলিগুড়ি, দার্জিলিং, মাটিগাড়া, নকশালবাড়ি, চোপড়া ইত্যাদি। এছাড়াও আগামীতে ১ লক্ষ মাস্ক এবং ২০০০ পিপিই কিট বিতরণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে কোন পার্টির উর্ধে উঠে সকলে মিলে একসাথে কাজ করে কোভিড প্রতিহত করতে হবে।
ছবি: সংবাদচিত্র