বীরপাড়ায় পূর্ণবয়স্ক লেপার্ড উদ্ধার করল বনদপ্তর
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বীরপাড়া, ৩০শে এপ্রিল, ২০২১: বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়ষ্ক লেপার্ড। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া গ্যারগাণ্ডা চা বাগানের ১২ নং সেকশনে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় লেপার্ড। জানা যায় এই দিন সকালে গ্যারগাণ্ডা চা বাগানের এক শ্রমিক নাম নন্দু লাকড়ার গবাদি পশুকে নিয়ে চলে যায় উক্ত লেপার্ডটি। নন্দু লাকড়ার বাড়ি বাগানের ১২ নং সেকশনেই। লঙ্কাপাড়ার রেঞ্জার বিজয় থাপা সংবাদ মাধ্যম কে জানায় যে এই উদ্ধার করা লেপার্ডটি কে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments