কঠোর ভাবেই মাস্ক ব্যাবহারের সচেতনতামূলক প্রচার করল জটেশ্বর পুলিশ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জটেশ্বর, ২৭শে এপ্রিল, ২০২১: করোনা সংক্রমণ বর্তমানে উত্তরবঙ্গে প্রতিদিন বাড়ছে। বেগতিক হয়ে পড়ছে স্বাস্থ্য ব্যাবস্থা। এমন অবস্থায় রাজ্যের স্বাস্থ্য দপ্তেরের পক্ষ থেকে মাস্ক ব্যাবহার করা বাদ্ধ্যতা মূলক করা হয়েছে। উত্তরবঙ্গেও বিভিন্ন এলাকার পুলিশ এই স্বাস্থ্যবিধি প্রণয়ন করতে রাস্তায় নেমেছে। মঙ্গলবার করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করল ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার, জটেশ্বর বাস স্ট্যান্ড, কাজলী হল্ট সহ বেশ কিছু এলাকায় করোনা নিয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments