ভোট পরবর্তী হিংসায় সোনাপুরে আহত বিজেপি কর্মী, দেখা করলেন জেলা সভাপতি বাসুদেব সরকার
বাংলাডেস্ক, টি.এন.আই, সোনাপুর, ২৪শে এপ্রিল, ২০২১: গতকাল অর্থাৎ শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের সোনাপুরে। এখানকার বিজেপির কর্মী শ্রী বিপ্লব রায় বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। এই মারধরের ফলে গুরুতর আহত হন বিপ্লব বাবু। খবরের প্রকাশ গতকাল রাতে পেশায় লটারি বিক্রেতা বিপ্লব রায় কে তার লটারির দোকান থেকে এলাকার কিছু দুষ্কৃতী বেধড়ক মারধর করে। এবং তার দোকান লুটপাট করে। আজ বিকেলে সেই আহত কর্মীর বাড়িতে দেখা করতে আসেন বিজেপির উঃ দিঃ জেলা সভাপতি বাসুদেব সরকার। উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি জানান ২২ তারিখের ভোটে চোপড়ার জনগণ যে জনাদেশ দিয়েছে তাতে আতঙ্কিত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বুঝে গিয়েছে গোটা রাজ্য সহ চোপড়াতেও নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এখন তৃনমূলের গুন্ডাবাহিনী আগামী ২ তারিখে গণনার দিন প্রভাবিত করার উদ্দেশ্যে এবং বিজেপি কর্মীদের মন ভাঙার জন্য একের পর এক বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। বাসুদেব বাবু পাশাপাশি এই সমস্ত দুস্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে।
ছবি: সংবাদচিত্র