বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দিল দুষ্কৃতীরা – উত্তাল রায়গঞ্জ
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১৬ই মার্চ, ২০২১: এমনিতেই রায়গঞ্জে ভোটের জন্যে উত্তপ্ত হাওয়া। তার ওপর করনার ভ্রূকুটি। এবার দেখা গেল নির্বাচনী হিংসা। গতকাল রাতে রায়গঞ্জ থানার কমলাবাড়ি ১৩ নং গ্রামপঞ্চায়েতে ফিরোজপুর এলাকায় বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এর জেরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো এলাকায়। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয় যে এই কাজের পেছনে হাত রয়েছে শাসকদল তৃনমূল কংগ্রেসের। পাল্টা তৃনমূলের তরফ থেকে যাবতীয় সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃনমূলের দাবী বিজেপির গোষ্ঠী কন্দোলের জন্যেই এই কান্ড ঘটিয়েছেন নিজেরাই। উল্লেখ্য এই নির্বাচন প্রচারের মধ্যেই বিজেপির জেলা সভাপতি পরিবর্তন করা হয়েরা। ঘটনার খবর জানতে পেরে এলাকায় উপস্থিত হন রায়গঞ্জে বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়। তিনি টিএনআই সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কে জানান “রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতে ১৬৭ নং বুথ বিজেপির কার্যালয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুধু এটুকুই বলবো তৃণমূলের বিরুদ্ধে যে আগুন মানুষের বুকে জ্বলছে সেই আগুনে দগ্ধ হবে আগামী ২রা মে তৃণমূলের সমস্ত ঔদ্ধত্যতা। মানুষ এর জবাব দেবে ইভিএমে। পুলিশ-প্রশাসনতো তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। আমি পুলিশকে বলতে চাই এখনও সময় আছে আপনারা ব্যবস্থা নিন”। এই ঘটনার পরে বিজেপি কার্যকর্তারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান।
ছবি: সংবাদচিত্র