ধূপগুড়ি ইচ্ছেডানার এক মাস ব্যাপী পেশাদারী দক্ষতা বিকাশ প্রশিক্ষণ শিবির শেষ হল
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৬ই মার্চ, ২০২১: ভারত-ভুটান সীমান্ত এলাকার বাসিন্দাদের স্বনির্ভর করতে সশস্ত্র সীমা বল চামুর্চীর সহায়তায় ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আয়োজিত এক মাস ব্যাপী প্রশিক্ষণ শিবির এদিন শেষ হল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোবাইল ফোন রিপিয়ারিং, বিউটিশিয়ান, মাশরুম চাষ, টেইলারিং প্রভৃতি বিভিন্ন বিষয়ে এক মাস ব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিগত ৩রা এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষে মঙ্গলবার চামুর্চীতে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে ২৭০ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এস.বি’র ১৭ ব্যাটেলিয়ন এর সেকেন্ড ইন কমান্ড ঋষিকেশ শ্রীবাস্তব, বনদপ্তরের কালাপানি রেঞ্জের আধিকারিক বাবলুর রহমান সহ অনেকে। আগামীতেও এমন আরোও কয়েকটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)