হাতিনালা বাঁধ নিয়ে তর্জা নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ৩রা মার্চ, ২০২১: ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় গতকাল বানারহাটে হাতিনালার কাজ পরিদর্শন করে অপরিকল্পিত ও নিম্নমানের কাজের অভিযোগ তুললেন। তিনি বলেন বাঁধ সাধারণ বন্যা রোখার জন্য তৈরি করা হয়। কিন্তু বানারহাটে বাঁধ বানানো পর যে সমস্ত এলাকায় কোনও দিন বন্যার জল ঢোকেনি – সে সমস্ত এলাকাও এবার বন্যার জলে প্লাবিত হয়েছে। বিষ্ণুপদ বাবু বলেন ক্ষমতাসীন দল ও বর্তমান বিধায়ক হাতিনালার বাঁধের কাজের যতোই ফলাও করে প্রচার করুন না কেন, বাস্তব সম্পূর্ণ ভিন্ন। বাঁধ নির্মানে দূর্নীতির কারনেই সমস্যা আরোও জটিল হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন তারা ক্ষমতায় এলে হাতিনালার সমস্যার স্থায়ী সমাধান করবেন। অন্যদিকে এবারের তৃনমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক শ্রীমতী মালতি রায় জানান – ভোটের জন্যে বিষ্ণুপদ বাবু মিথ্যা বলছেন। তিনি কোনদিন এই এলাকায় গত ৫ বছরে আসেন নি। তিনি হাতিনালার ব্যাপারে কিছুই জানেন না। এই বাঁধ তৈরি করতে ইন্ডিয়ান ওয়েল, ওএনজিসি ইত্যাদি তেল কোম্পানি সহ রেলের থেকে অনুমতি জোগাড় করতে আমার কাল ঘাম ছুটে গিয়েছিল। তখন বিষ্ণুপদ বাবুকে এই এলাকায় দেখা যায়নি। এই কারনেই কাজ ধীরগতিতে হয়েছে। এখন উনি দুর্নীতির গন্ধ পাচ্ছেন। মানুষ সব দেখছেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)