ধূপগুড়িতে আগুনে ভস্মীভূত হলো একটি মুদির দোকান
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ধূপগুড়ি, ১লা মার্চ, ২০২১: আগুনে ভস্মীভূত হলো একটি মুদির দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষাধিক টাকার ঊর্ধ্বে বলেই দাবি মুদির দোকান মালিকের। বৃহস্পতিবার রাতে ধূপগুড়ির মাগুরমারি – ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিরঞ্জনপাঠ এলাকার রাধাগোবিন্দ পাড়ার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে,দোকান মালিক এদিন সন্ধ্যায় তার দোকানে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যাবাতি দিয়ে সল্প সময়ের জন্যে বাইরে গেলেই এই বিপত্তি ঘটে। আগুন দেখে দোকান মালিকের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন আগুন জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ধুপগুড়ি অগ্নিনির্বাপক কেন্দ্রের দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা একটি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)