নতুন সেতুর জন্যে উপকৃত ফালাকাটা ব্লকের ধনীরামপুরের গ্রামবাসীরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১লা মার্চ, ২০২১: নতুন সেতু তৈরি হওয়া খুশি এলাকাবাসী। ফালাকাটা ব্লকের ধনীরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের খগেনহাট বাজারের পাশ দিয়ে বয়ে চলা বারবাক নদীর ওপর নতুন সেতু তৈরি করা হয়েছে সম্প্রতি। সেতুর তৈরি হওয়ায় খুশি অফিস যাত্রী, স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ। জানা গিয়েছে, আগে বাজারে যেতে ৩০ মিটার বাঁশের সাঁকো পেরোতে হত। কিন্তু সেই বাঁশের সাঁকো বর্ষা কালে বন্যায় ভেঙে যেত, যার ফলে ৩ কিলোমিটার রাস্তা কালীমন্দির হয়ে ঘুরপথে খগেনহাট বাজারে যেতে হত। ফলে হাট বাজার সহ ব্যাংক, পঞ্চায়েত অফিস, হেলথ সেন্টার যেতে চরম ভোগান্তি পোহাতে হত মানুষকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হত বয়স্ক মানুষদের। এখন এই সেতু তৈরি হওয়ায় গ্রামবাসীদের হয়রানি কমল বলে জানায় গ্রামবাসীরা।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)