শ্মশান ঘাটে ‘এম.এল.এ ফাটাকেষ্ট’- বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা’র সমর্থনে করলেন জনসভা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ৩১শে মার্চ, ২০২১: মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা’র সমর্থনে বুধবার গয়েরকাটায় একটি সভা করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী৷ মাত্র ১০ মিনিটের ভাষণে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ভক্তদের মন রাখতে শোনালেন তার জনপ্রিয় ‘ডায়ালগ’। এদিন বিকেলে তার কপ্টার গয়েরকাটা শ্মশানঘাটে অস্থায়ী ভাবে তৈরি করা হেলিপ্যাডে এসে নামে। এরপর শ্মশানঘাট ময়দানেই মনোজ টিগ্গা’র সমর্থনে সভা থেকে তিনি বক্তব্য রাখেন। ভক্তদের আবদারে আকারে ইঙ্গিতে তার জনপ্রিয় ডায়লগ ‘আমি জলঢোরা নই, বালি বোরাও নই, আমি জাত গোখরো – এক ছোবলে ছবি’ শোনান তিনি। পাশাপাশি বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে এবং তৃণমূলের ‘ললিপপে’ না ভুলে আসল পরিবর্তনের ডাক দেন মিঠুন। তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসলে সরকার গঠন হওয়ার পর – চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৩৫০ টাকা করা, রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যাবস্থা ফিরিয়ে প্রতিটি জেলা হাসপাতালে ‘জেলারেল বেড’কে শীততাপ নিয়ন্ত্রিত করা, বিদ্যুৎ বিল হ্রাস, কৃষক দের ব্যাংক একাউন্টে কৃষক সন্মান নিধি প্রকল্পের ১৮ হাজার টাকা প্রদান, আয়ুস্মান ভারত প্রকল্প রাজ্যে লাগু করা, রাজ্যে শিল্প আনার প্রতিশ্রুতি দেন তিনি।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)