শিলিগুড়ির ওয়াইএমএ মাঠে শুরু হল ‘উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা’

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২০শে মার্চ, ২০২১: শিলিগুড়ি ওয়াইএমএ ময়দানে আজ থেকে শুরু হয়েছে ‘‌উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা’‌। এই মেলার আয়োজক সংস্থা হল ‘‌উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি’‌। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা ৮ জেলা থেকে বহু লিটল ম্যাগাজিন প্রকাশকদের দ্বারা প্রকাশিত হয়। বর্তমানে বলা যেতে পারে এই ধরেনের পত্রিকার মারফৎ উত্তরবঙ্গের সাহিত্যচর্চা এগিয়ে চলেছে। উঠে আসছে নতুন কবি ও লেখক। আশ্চর্যজনক ভাবে উত্তরবঙ্গে সেভাবে লিটল ম্যাগাজিন নিয়ে কোনও মেলা সংগঠিত হয়নি এতকাল। প্রায় এক দশক আগে সরকারি উদ্যোগে একবার মেলা হয়েছিল। তারপর আর চেষ্টাটুকুও হয়নি। এবার তাই উত্তরবঙ্গে তরুণ কবি লেখকরা নিজেদের উদ্যোগেই বিশাল মেলার আয়োজন করেছে। যা বলা যেতে পারে একরকম ইতিহাস সৃষ্টি করা।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!