পানু দত্ত মজুমদার জন্মশতবর্ষ ক্রিকেটে ২৩ রানে বাঘাযতিন ২৩ রানে চম্পাসারি কে হারায়
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২০শে মার্চ, ২০২১: পানু দত্ত মজুমদার জন্মশতবর্ষ উপলক্ষে আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত ইন্টার কোচিং ক্যাম্প এর খেলায় প্রথম সেমিফাইনালে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করেছিল চম্পাসারি ক্রিকেট একাডেমী ও বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্প। প্রথমে টসে জিতে বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্পের ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট এর বিনিময় বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্প ১৪৪ রান করে। বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্পের হয়ে ভালো রান করে সাগ্নিক দত্ত মজুমদার। সাগ্নিকের অবদান ১৭ বলে ৪৪ রান। বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্পের ওপর আরেক ব্যাটসম্যান ধ্বনি রায় ৩৫ রান করে। চম্পাসারি হয়ে ভালো বল করে সুবর্ণ রয়, গৌরব গুপ্তা, ভেদান্ত উপাধ্যায়, এরা সবাই দুটি করে উইকেট দখল করে। জবাবে চম্পাসারি ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে কুড়ি ওভারে মাত্র ১২১ করতে সক্ষম হয়। চম্পাসারি ক্রিকেট একাডেমীর হয়ে উল্লেখযোগ্য সুবর্ণ রায় ৫১ রান করে। বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্পের হয়ে ৪ জন বলার দুটি করে উইকেট দাখল করে। বাঘাযতীন ক্রিকেট কোচিং ক্যাম্প ২৩ রানে জয় লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)