শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখেই ভোটে দাঁড়িয়েছি: ডঃ শঙ্কর ঘোষ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৮ই মার্চ, ২০২১: অনেকদিন ধরে চলছিল অপেক্ষা। অনেক দিন ধরে চলছিল প্রত্যাশা। ইতিমধ্যেই সদ্য দল বদল করে দাপুটে নেতা ডঃ শঙ্কর ঘোষ বিজেপির সঙ্গে প্রচার শুরু করে দিয়েছে শহরের প্রতিটি জায়গায়। শহরের প্রতিটি চায়ের আড্ডায়, অফিস, ঠেক ইত্যাদিতে একটাই প্রশ্ন ‘এবার কি শঙ্কর ঘোষ বিজেপি থেকে দাঁড়াচ্ছে? এবার কি দেখা যাবে শিলিগুড়ির প্রেক্ষাপটে গুরু শিশ্যের লড়াই? বাড়ছিল জল্পনা, বাড়ছিল উদ্যেগ। তবে আজ দুপুরেই সেই সন্ধিক্ষণ এল যখন উত্তরবঙ্গের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী বিজেপির সদর দপ্তর থেকে ঘোষণা করলেন বাকি পরে থাকা নির্বাচন পর্যায়ের বিজেপির প্রার্থী তালিকা। সেই সঙ্গে ঘোষণা হয়ে গেল শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর না। তিনি হলেন ডঃ শঙ্কর ঘোষ। প্রার্থী ঘোষণার পরেই সারা শহর জুড়ে শুরু হল পর্যালোচনা। এই পর্যালোচনার মধ্যেই টিএনআই পৌঁছে যায় ডঃ শঙ্কর ঘোষের কাছে। তিনি অতি সীমিত ও মার্জিত ভাবেই তার রাজনৈতিক সহচরদের ধন্যবাদ জানান এবং বলেন যে পরবর্তীতে তার লক্ষ্য শুধু মাত্র এই বিধানসভা জেতা নয়, তার লক্ষ্য শিলিগুড়ির আগামী পৌর কর্পোরেশনের নির্বাচনে বিজেপির বোর্ড গঠন করা। কারণ হিসেবে তিনি বলেন যে তিনটি সরকার অর্থাৎ কেন্দ্রীয়, রাজ্য এবং পৌর কর্পোরেশনে একই দল ক্ষমতায় থাকলে শহরের উন্নয়ন আরও দ্রুততার সঙ্গে এগোবে। তবে ডঃ শঙ্কর ঘোষ এটাও বলেন যে আগামীতে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের দিকেই তিনি কাজ করবেন। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর কথা উঠতেই ডঃ শঙ্কর ঘোষ জানান যে তার কাছ থেকেও তিনি অনেক কিছু শিখেছেন তবে ভোটের ময়দানে এর কোন প্রভাব পড়বে না।
ছবি: সংবাদচিত্র