আগামীতে বিজেপি ভেঙ্গে চুরে শেষ হয়ে যাবে তৃণমূলের মত: অশোক ভট্টাচার্য
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৮ই মার্চ, ২০২১: আগামী ১৭ই এপ্রিল শিলিগুড়ি বিধানসভার নির্বাচনের দিন। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এবারের সংযুক্ত মোর্চার শিলিগুড়ির প্রার্থী হলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বামফ্রন্টে সরকারের প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। এই বয়সেও প্রতিদিন প্রচারে যাচ্ছেন ঠিক যেন পুরনো মেজাজেই। তবে যেখানেই যান একটা প্রশ্ন ধাওয়া করে বেরাচ্ছে তাকে। তার প্রাক্তন ডান হাত ডঃ শঙ্কর ঘোষ কেন দল ছাড়লেন? যদিও সাংবাদিকদের ডজ করে বেড়িয়ে গেলেও বডি ল্যাঙ্গুয়েজে সেই মানসিক ক্ষোভ ধরা পরে যাচ্ছে। কিছুর যেন অভাব বোধ করছেন। যাই হোক পোড় খাওয়া রাজনৈতিক নেতা তিনি। হয়ত কাউকেই এবং দলের কমরেডদের কেও কিছু যেন বুঝতে দিচ্ছেন না। তবে সাংবাদিকরা বিজেপি কথাটা তুললেই কেমন যেন রেগে যাচ্ছেন। যুক্তি দেওয়ার চেষ্টায় থাকছেন বোঝাতে যে বিজেপি হল একটা ক্ষতিকর রাজনৈতিক দল অন্তত শিলিগুড়ির পক্ষে। আজ ২৪ নং ওয়ার্ডে গিয়েও তিনি সাংবাদিকদের বলেন “আগামীতে এই রাজ্যে বিজেপিও তৃণমূলের মতো ভেঙে চুরমার হয়ে যাবে”।
ছবি: সংবাদচিত্র