ফালাকাটায় মুরগী খেতে এসে ধরা পড়ল পাইথন বাবাজি
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ২০শে ডিসেম্বর ২০১৭: ফালাকাটার পড়াঙেরপার এর স্টেশন সংলগ্ন এলকায় ৮ ফুট লম্বা পাইথন ঘিরে চাঞ্চল্য ছাড়ল এলাকা জুড়ে। বুধবার বেলা একটা নাগাদ ফালাকাটার পড়াঙেরপার এর স্টেশন সংলগ্ন এলকার এক মুরগির খামারের পাশে ৮ ফুট লম্বা পাইথন দেখতে পায় এলাকা বাসি। এরপর থেকেই উত্সাহীদের ভিড় জমে যায়। এলাকা বাসিরা বলেন বেশ কয়েকদিন ধরেই মুরগির খামার থেকে মুরগী উধাও হয়ে যাচ্ছে। সকলের ধারণা এই কাণ্ডগুলো এই পাইথন বাবাজির কাজ। এরপর বন দপ্তরে খবর দেওয়া হলে বন কর্মীরা এসে পাইথন টিকে নিয়ে যায়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments