ধুপগুড়ির লোকালয় থেকে উদ্ধার হল বন্য হরিণ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ১৭ই মার্চ, ২০২১: জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে এলো হরিণ। গ্রামবাসীদের সহায়তায় সেটিকে উদ্ধার করল বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অর্থাৎ গতকাল দুপুরে ধূপগুড়ির জলঢাকা নদীর চর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন ধলাগুড়ি এলাকার শৈলেন রায় নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম হরিণটিকে দেখতে পান। হরিণটি গ্রামে ঢুকে ছুটোছুটি করার সময় কিছুটা আহত হয়। এর পর গ্রামবাসীরা সেটিকে ধরে বনকর্মীদের খবর দিলে রামসাই রেঞ্জের আধিকারিক ও কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। রামসাই রেঞ্জের সূত্রে জানা গিয়েছে বার্কিং ডিয়ার প্রজাতির পূর্ণ বয়স্ক পুরুষ হরিণটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাটাগুড়ির প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। পরবর্তীতে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)