ফালাকাটায় জোরকদমে চলছে বেসরকারি ভাবে করোনা টিকাকরন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৭ই মার্চ, ২০২১: বেসরকারি ভাবে জেলার মধ্যে ফালাকাটায় মঙ্গলবার থেকে প্রথম শুরু হলো করোনা টিকাকরণ কর্মসূচি। ফালাকাটা ভরসা নার্সিংহোমে এই টিকাকরণ কর্মসূচি শুরু হল মঙ্গলবার থেকে। ফালাকাটা ব্লকে এই নিয়ে মোট দশটি করোনা টিকা করন সেন্টার রয়েছে তার মধ্যে নয়টি সরকারিভাবে ও একটি বেসরকারী ভাবে. যা মঙ্গলবার থেকে শুরু হল। এই টিকাকরণ সেন্টারের সরকারি নিয়ম মেনে জনগণকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাদের শরীরে করোনা উপসর্গ রয়েছে এরকম ব্যক্তিদের ৪৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত টিকা করন করা হবে এবং ৬০ বছরের উর্ধ্বে প্রবীণ নাগরিকদের দেওয়া হবে। নার্সিংহোম এর কর্ণধার মান্না চৌধুরী বলেন, আজকে আমাদের এখানে মোট ১০ জনকে টিকা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই টিকাকরণ প্রতি সপ্তাহে শনি ও রবিবার দেওয়া হবে। সরকারি নিয়ম মেনেই টিকাকরণ করার ব্যবস্থা করা হয়েছে। করোনার টিকা নিতে গেলে প্রত্যেককে সরকারি নিয়ম অনুযায়ী আড়াইশো টাকা করে তাকে তার মূল্য দিতে হবে। আজ সকলকে কোভিদ শিল্ড টিকা দেওয়া হল। ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে এই করোনার টিকা গুলো আনা হয়েছে। ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথি কয়াল জানায়, আজ থেকে বেসরকারি ভাবে ফালাকাটায় প্রথম শুরু হলো এই করোনা টিকাকরণ। আমাদের ব্লকে সরকারিভাবে নয়টি করোনা টিকাকরন সেন্টার রয়েছে, বেসরকারিভাবে আজ থেকে চালু হল একটি এই নিয়ে মোট দশটি করোনার টিকা করন সেন্টার রয়েছে ফালাকাটা ব্লক জুড়ে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)