শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বিন্নগুড়িতে
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বিন্নাগুড়ি, ১০ই মার্চ, ২০২১: মঙ্গলবার গভীর রাতে হওয়া প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায় প্রায় ৩০টি বাড়ি সহ দোকান ক্ষতিগ্রস্ত হল। ঝড়ে উড়ে গিয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল। শিলাবৃষ্টিতে বিন্নাগুড়ি ও তেলিপাড়া চা বাগানে চা গাছ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। বানারহাটেও বিদ্যুতের তারের উপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। সকালে বিদ্যুৎ না থাকায় বিন্নাগুড়ি ও বানারহাটে পানীয় জলের সঙ্কট দেখা দেয়। বিন্নাগুড়ির এস.এম কলনীর নালন্দা প্রাথমিক বিদ্যালয়ে চাল উড়ে গিয়ে বিদ্যুৎবাহী হাই ভোল্টেজ তারে আটকে যায়। ফলে গোটা এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। যদিও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান দীপক শ্যাম জানান তার পঞ্চায়েত এলাকায় হওয়া ক্ষয়ক্ষতির বিষয় তিনি ব্লক অফিসে জানিয়েছেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)