খুব শিগগির তিনধরিয়ায় শুরু হতে চলেছে টয়ট্রেন এবং জাতীয় সড়ক
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কার্শিয়ং, ১লা মার্চ, ২০২১: দীর্ঘ এক দশক পর আবারও তিনধরিয়ার রাস্তায় একসাথে চলবে টয়ট্রেন এবং গাড়ি। ২০১১য় পাহাড়ের বিধ্নসি ধসের ফলে ক্ষতিগ্রস্থ হয় তিনধরিয়ার ট্রেনলাইন, টয়ট্রেনের শেড এবং জাতীয় সড়ক ৫৫ র কিছুটা অংশ। এই ধসের কারণে বন্ধ হয়ে যায় শিলিগুড়ির সাথে যোগাযোগ ব্যাবস্থা। সমস্যায় পরে এলাকার স্থানীয়রা। গাড়ি যাতায়েত বন্ধ হয়ে যাওয়াতে তাদের রোজগারে টান পরে। হেরিটেজের তকমা পাওয়া টয়ট্রেন লাইন ধসে ভেঙে জবাই নড়ে ছোড়ে বসে হিমালয়ান রেলওয়ে। তারা টেন্ডার ডেকে এক কলকাতার নামি কোম্পানি কে টেন্ডার দেন, কোম্পানিটি কাজ শুরু করলেও মাঝ পথে তারা ছেড়ে চলে যায়। কাজ বন্ধ থাকার পর আবার টেন্ডার ডেকে কাজ শুরু হয় এবং পরবর্তীতে দীর্ঘ এক দশক পরে এই কাজ শেষ হয়। কাজ শেষ হয়াতে খুশি এলাকার স্থানীয়রা। তারা খবই খুশি যে খুব এই রাস্তা আবার আগের চেহারায় ফিরে এসেছে। মূলত এলাকার মানুষেরা দার্জিলিংগামী টুরিস্টদের ওপর নির্ভরশীল। এই রাস্তা হয়ে যাওয়ায় তাদের ব্যবসা আগের মতো হয়ে যাবে এমনি তাদের আশা। করোনাকালে এদের দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় অনেক লোকসান হয়েছে। তাদের আশা এই রাস্তা হওয়াতে আবার আগের মতো টুরিস্ট এই রাস্তা দিয়ে দার্জিলিং যাবে। এবং তাদের ব্যাবসা আবার ভালভাবে চলবে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)