আসামে তেজস্বী যাদব: নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা প্রবল, পশ্চিমবঙ্গেও হতে পারে জোট
বাংলাডেস্ক, টি.এন.আই, গুয়াহাটি, ২৭শে ফেব্রুয়ারি, ২০২১: গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় জনতা দল প্রমুখ তথা বিহারের বিরোধী নেতা গুয়াহাটি তে এসে পৌঁছেছেন। নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন “আমরা এখানে কিছু স্থানীয় পার্টি নেতৃত্বর সঙ্গে আসন্ন নির্বাচনের জন্যে কথা বলব। এ ছাড়াও আমরা এআইডিইউএফ এবং কংগ্রেসের সঙ্গে কথা বলেছি। আমাদের মূল লক্ষ্য আসাম, বাংলা এবং কেরালায় বিজেপি কে ক্ষমতায় আসার থেকে দূরে রাখা”। আরজেডি সুত্রে জানা গেছে যে আসন্ন আসামের নির্বাচনে সেই সব সিটেই পার্টি প্রার্থী দেবে যেখানে বিহার এবং পশ্চিমবঙ্গের নিবাসীরা থাকেন। আরও জানা গেছে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরজেডি হয়ত তৃণমূলের সঙ্গে জোট বাধতে পারে। তবে সেই সম্ভাবনা এখনো তৃনমূলের তরফ থেকে শোনা যায়নি।
ছবি: হেডলাইন ৮
Facebook Comments