বানারহাটে ডুয়ার্স জার্নালিস্ট ক্লাব পালন করল করোনা সংক্রান্ত বিশেষ সচেতনতা অভিযান
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৫ই অক্টোবর, ২০২০: করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলতে এবং জনগণকে মাস্ক পড়ার বিষয়ে উৎসাহিত করতে পথে নামলেন সাংবাদিকেরা। ‘ডুয়ার্স জার্নালিস্ট ক্লাব’ এর পক্ষ থেকে গতকাল অর্থাৎ রবিবার দুপুরে বানারহাটের সাপ্তাহিক হাটে এক বিশেষ সচেতনতা অভিযান চালানো হয়। বাজারে আসা জনসাধারণ কেন মাস্ক পড়ছেন না এবং মাস্ক পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা – তা জানার চেষ্টা করেন সাংবাদিকরা পাশাপাশি এদিন প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচীতে জার্নালিস্ট ক্লাবের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বানারহাট পুলিশ প্রশাসন। বানারহাট থানার আইসি সমীর দেওসার নির্দেশে দুজন পুলিশকর্মী সাংবাদিকদের সহযোগিতা করেন। পাশাপাশি পুলিশ আধিকারিক সহ বানারহাট লায়ন্স ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শৈবাল দাশগুপ্ত, বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য্য এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কুট্টি নন্দী সাংবাদিকদের সাথে মাস্ক বিলি করেন। দিনে দিনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করলেও সাধারণ মানুষের মধ্যে করোনাকে উপেক্ষা করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। হাট বাজারে কেনাকাটা করতে আসা বেশির ভাগ মানুষকেই ইদানীং কালে মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে না। শারীরিক দূরত্ব বজায় রাখার তো প্রশ্নই ওঠে না। ডুয়ার্সের চা বাগানগুলিতে বোনাস দেওয়া শুরু হবার পর চা বাগান সংলগ্ন বাজার এলাকাগুলিতে ক্রেতাদের ভীড় উপচে পড়ছে। এর ফলে পরিস্থিতি দ্রুত মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন বাসিন্দারা। একারণেই সাংবাদিকদের পক্ষ থেকে এই কর্মসূচী নেওয়া হয় বলে জানানো হয়েছে। এদিন এই কর্মসূচীতে ডুয়ার্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি রাজেশ প্রধান সহ বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)